ভারতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। পুনরায় ভেন্টিলেশনে নেয়া হয়েছে এই কিংবদন্তি শিল্পীকে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে, নিউমোনিয়ার লক্ষণ দেখা দিয়েছে ৯২ বছর বয়সী এই শিল্পীর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
চিকিৎসক প্রতীত সামদানির নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দদল কাজ করছেন এই শিল্পীর সুস্থতার জন্যে। গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হবার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কোভিড-১৯-এর পাশাপাশি নিউমোনিয়াও ছিল এই শিল্পীর। তার পর থেকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন কিংবদন্তি। শিল্পীর সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন হয়েছে ভারতজুড়ে।
জানুয়ারি মাসের শেষের দিকে লতা মঙ্গেশকরের করোনামুক্ত হওয়ার খবর আসে। এরপর ভেন্টিলেশন থেকে সরানো হয়েছিল কিংবদন্তি সংগীতশিল্পীকে। কিন্তু শনিবার (৬ ফেব্রুয়ারি) ভারতে যখন সরস্বতী পূজার উৎসবে মেতেছে, তখনই কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থার অবনতির খবর এলো।