জেমস ক্যামেরনের ‘ট্রু লাইস’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক কেভিন সুলিভান তৈরি করতে যাচ্ছেন অ্যাকশন ধাঁচের সিনেমা ‘এন্ডিং থিংস’। বিনোদন সংবাদভিত্তিক ওয়েবসাইট স্ক্রিনর্যান্ট-এর তথ্য অনুযায়ী এই সিনেমায় ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত হলিউড তারকা অ্যান্থনি ম্যাকির সঙ্গে অভিনয় করতে চলেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপরা।
‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ফ্যালকন’ ওরফে স্যাম উইলস চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন অ্যান্থনি ম্যাকি। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপরা গতবছর কিয়ানু রিভসের বিখ্যাত হলিউড সিরিজ ‘ম্যাট্রিক্স’-এর চার নম্বর ছবি ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’-এ অভিনয় করেছিলেন।
সম্প্রতি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়ঙ্কা। নিক এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের খবর জানিয়েছিলেন সবাইকে। এই বিষয় নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়েছে নেট দুনিয়ায়। তবে প্রিয়ঙ্কা সেসব মন্তব্য গায়ে মাখেননি।