সন্তানসম্ভবা রিতেশ দেশমুখ!

অবাক করা ঘটনা! একসঙ্গে গর্ভবতী ’রিতেশ-জেনেলিয়া দম্পতি। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে হৈচৈ ফেলে দিলেন জেনেলিয়া দেশমুখ। ছবিতে জেনেলিয়ার সঙ্গে তার স্বামী রিতেশকেও দেখা গেলো সন্তানসম্ভবা!

ঘটনা আসলে তা নয়। ‘বান্টি অউর বাবলি’খ্যাত পরিচালক শাদ আলির নতুন সিনেমা ‘মিস্টার মাম্মি’ সিনেমায় জুটি হচ্ছেন রিতেশ ও জেনেলিয়া দেশমুখ। প্রায় দশ বছর পর কাজে নেমেছেন শাদ। কমেডির ধাঁচের এই ছবিতে ফুটে উঠবে পুরুষের ‘মাতৃত্ব’-এর গল্প। পুরুষ শরীরে গর্ভের উপস্থিতি বলিউডে এই প্রথম।

সমাজের নানা কুসংস্কার ও সামাজিক ইস্যু নিয়ে বলিউডে নানা ধরণের সিনেমা তৈরি হচ্ছে। ট্রান্সজেন্ডার প্রেমকাহিনী নিয়ে ‘চণ্ডীগড় কারে আশিকী,’ স্পার্ম ডোনারের গল্প ‘ভিকি ডোনার’ কিংবা বেশি বয়সে মা-বাবা হওয়া নিয়ে তৈরি হয়েছে ‘বাধাই হো’, এই সিনেমাগুলো দারুণ সাফল্য পাওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।

সেই ট্রেন্ডকে কাজে লাগিয়েই এবার রিতেশ ও জেনেলিয়ার নতুন ছবি ‘মিস্টার মাম্মি’।
নতুন এই ছবির ফার্স্টলুক শেয়ার করে জেনেলিয়া লিখলেন, ‘খুব মজার ছবি। এর আগে বলিউডে এমন ছবি তৈরি হয়নি। একেবারে প্রাণ খুলে হাসার ছবি।’
টি-সিরিজ এবং হেক্টিক সিনেমার ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, শাদ আলি ও শিবা অনন্ত ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন