স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’ নিয়ে আসছেন অমিতাভ বচ্চন। তিনি টুইটারে ঘোষাণা করলেন সিনেমার মুক্তির তারিখ। ঘোষণার পর থেকেই এই সিনেমা ঘিরে উত্তেজনা তুঙ্গে।
নাগপুরের বিজয় বারশের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় নাম ভুমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন।
বস্তিতে থাকা একদল মেধাবী ছেলেদের নিয়ে ‘স্লাম সকার’ ফুটবল দল গড়ে তোলেন তিনি। ‘ঝুন্ড’ পরিচালনা করছেন মারাঠি পরিচালক নাগরাজ পপাটরাও মঞ্জুল। করোনার পরিস্থিতার কারণে কয়েকবার সিনেমাটি মুক্তির তারিখ পরিবর্তন হয়। অবশেষে এবছরের ৪ মার্চ মুক্তির দিন ধার্য করা হলো।
বর্তমানে ‘বিগ বি’র হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। অয়ন মুখার্জীর সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’তে রণবীর ও আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিননি। এছাড়া অজয় দেবগণের ‘রানওয়ে ৩৪’ সিনেমাতেও দেখা যাবে হিন্দি সিনেমার এই ধীমান অভিনয়শিল্পীকে।