ক্ষোভের মুখে সালমান।

বলিউড অভিনেতা ভাইজান তামিল ছবির রিমেকে এবার অভিনয় করতে দেখা যাবে । এই নিয়ে সালমান খানের বিভিন্ন পেজে উঁকি দিলেই দেখা যাচ্ছে অনুরাগীরা যেনো বেশ খুশি।কেননা নতুন রূপে দেখা যাবে এই তাকে।

‘মাস্টার’ এর রিমেকে অভিনয় করতে চলেছেন সালমান খান। সুপারহিট এই সিনেমাটি থালাপি বিজয় অভিনয় করেছিলেন। দুই দক্ষিণী তারকা থালাপতি বিজয় আর বিজয় সেতুপতি অভিনীত এই তামিল ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছিল। লকডাউনে মুক্তি পাওয়া এই ছবিটি যেনো ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। ছবিটি অন্যান্য ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। এই সিনেমাটির এখন পর্যন্ত আয় প্রায় সাড়ে তিনশো কোটি টাকা।

খবর অনুযায়ী, এই সিনেমাটির ব্যাপারে সালমান খানের সাথে পরিচালকের দল একাধিক বার ছবির বিষয় নিয়ে আলোচনা করেছেন। ছবিটির ব্যাপারে দারুণ উৎসাহ দেখিয়েছেন তিনি।

নেট পাড়ায় এই সিনেমা নিয়ে সালমান খানের ভক্তরা খুবই খুশি। আবার অপরদিকে থালাইপির ভক্তরাও ক্ষোভ প্রকাশ করছেন। তাদের ধারণা এই সিনেমার জন্য সালমান খান উপযুক্ত নয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন