আর্নল্ড শোয়ার্জনেগার “জিউস” নামে একটি পোস্টার প্রকাশ করেছেন, এটি আসলে ফিল্ম নাকি বিজ্ঞাপন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টারে শোয়ার্জনেগারকে গ্রিক বজ্র দেবতা জিউসের চরিত্রে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা: “আসছে ফেব্রুয়ারি ২০২২”।
কিন্তু আইএমডিবি-এর তথ্য মতে, ‘জিউস’ শিরোনামের কোনো প্রকল্পে তালিকাভুক্ত নন আর্নল্ড শোয়ার্জনেগার। ২০২২ সালে ডেভিড স্যান্ডবার্গ, মাইকেল ফাসবেন্ডার এবং আলেকজান্দ্রা শিপের সাথে তার একমাত্র সিনেমা আসবে ‘কুং ফিউরি ২’ নামে ।
ম্যান্স হেলথ নামক একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সম্ভবত শোয়ার্জনেগার ‘সুপার বোল’-এর একটি কমার্শিয়ালে কাজ করছেন। তিনি এর আগেও সুপার বোল-এর জন্য ২০১৪ সালে বাড লাইট এবং ২০১৭ সালে মোবাইল স্ট্রাইক-এর বিজ্ঞাপনে হাজির হয়েছিলেন।