‘অ্যাডাল্ট ফিল্ম স্টার’ মিয়া খলিফা ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাকে মৃত ঘোষণা করেছে ফেসবুক!
মিয়া খলিফার ফেসবুক প্রোফাইল মেমোরিয়াল প্রোফাইল হয়ে গেছে। তাতে লেখা, ‘রিমেমবারিং মিয়া খালিফা’! এমন দুঃসংবাদ শুনে নেট দুনিয়ায় রীতিমতো হইচই শুরু করেছে তার ৪ দশমিক ২ মিলিয়ন ভক্ত।
এই নিয়ে বিভ্রান্তি যখন চরমে, তখন টুইটারে নিজেকে জীবিত দাবি করলেন মিয়া খলিফা নিজেই। তার মৃত্যুর খবরকে ক্লিন বোল্ড করে দিলেন মিয়া। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ইংরেজি ছবি ‘মন্টি পাইথন এন্ড দ্য হোলি গ্রেইল’-এর একটি দৃশ্য দিয়ে তৈরি করা মিম শেয়ার করে শোকে কাতর ভক্তদের উদ্দেশ্য মিয়া লিখলেন, ‘‘আমি এখনো মরিনি। বেশ ভালোই আছি।’’
তবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে নাকি কেউ মজা করেছে সে বিষয়ে কোনো বিবৃতি দেননি মিয়া খলিফা। মাঝে মধ্যেই সেলেব্রিটিদের মৃত্যুর গুজব ছড়ানো হয়। তবে মিয়া খলিফার এমন অভিজ্ঞতা এর আগেও হয়েছে। ২০২০ সালে খবর বেরিয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। যদিও বিষয়টা মজার ছলেই উড়িয়ে দিয়েছিলেন তিনি।