বলিউড অভিনেত্রী-রাজনীতিবিদ জয়া বচ্চন ৭৩-এ পা দিলেন এই অভিনেত্রী। জয়া বচ্চনের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে অভিষেক বচ্চন মায়ের পুরনো একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন মা, ভালোবাসি তোমায়”। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী জয়া বচ্চনের কপালে ছোট টিপ,চোখে কাজল এবং মুখে মিষ্টি হাসি। ছবির উপর নজর পরেছে ভক্তদের। অভিনেত্রীর এই ছবি দেখে প্রশংসা জানিয়েছেন বলিউডের অনেকেই। সেই সাথে ছিল অসংখ্য শুভেচ্ছা বার্তা।
স্বামী অমিতাভ বচ্চন স্ত্রীর পুরোনো একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে এই দুই দম্পত্তির পুরোনা দিনের একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে কোনো একটি অনুষ্ঠানে মন খুলে হাসছেন এই দম্পতি।
অভিষেকের শেয়ার করা ছবিতে মুগ্ধ হলেন বলিউডের অন্য সকল তারকারা। জয়া বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এশা দেওয়াল, ফারাহ খান, হৃতিক রোশন সহ বলিউডের আরও অনেকেই।