‘আদিপুরুষ’-এর কৃতির আত্মবিশ্বাস

কৃতি

হিন্দু পুরাণ ‘রামায়ণ’–এর কাহিনী অবলম্বনে ‘আদিপুরুষ’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন বলিউড নির্মাতা ওম রাউত। এই চলচ্চিত্রে বলিউড তারকা কৃতি শ্যানন আছেন, সীতা চরিত্রে অভিনয় করছেন। এমন একটি চরিত্রে অভিনয় করতে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে শঙ্কা থাকতেই পারে। কিন্তু কৃতি বরং আত্মবিশ্বাসী।

সম্প্রতি চলচ্চিত্রে মানুষের ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কোনো অভিনয়শিল্পীকে আক্রমণ করা হয়েছে। কারো বিরুদ্ধে বয়কটের ডাকও এসেছে। কৃতি জানালেন, চরিত্রটি নিয়ে তার দায়িত্ববোধে ঘাটতি নেই, আর বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে তিনি ভীত নন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, “চরিত্রটির অনুভূতি ও ভূমিকা কী, আমি সেটা বোঝার চেষ্টা করেছি। একদল মানুষ অসন্তুষ্ট হবে, সেই ভয় নিয়ে কিন্তু অভিনয় করা যায় না।আমি এ চরিত্রের দায় ও মর্যাদা বুঝি। চলচ্চিত্রটির চিত্রনাট্য খুব সাবধানে লেখা হয়েছে।’’

কৃতি আরো বলছেন, সংযত ভঙ্গিতে চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কৃতিত্ব নির্মাতা ওম রাউতের। কৃতির ভাষায়, “তিনি (রাউত) ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, বিষয়টি নিয়ে প্রচুর পড়াশোনাও করেছেন। তিনি বিশেষ মনোযোগের সঙ্গে কাজটি করেছেন, যাতে কোনোভাবেই সীমা লঙ্ঘিত না হয়। পরিচালকের দূরদর্শিতা ও স্বচ্ছতা আমার কাজটাকে আরও সহজ করে দিয়েছে। আমি যতটা সম্ভব সততার সঙ্গে এই চরিত্রে অভিনয় করেছি।’’

গত ১৬ অক্টোবর কৃতি তার ‘আদিপুরুষ’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। থ্রিডি এই চলচ্চিত্রে প্রচুর ভিএফএক্সের ব্যবহার হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। বলেছিলেন, “এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। পুরোপুরি ব্লু স্ক্রিনে কাজ হচ্ছে। এ সেট থেকে অনেক কিছু শেখার আছে।’’

‘আদিপুরুষ’ চলচ্চিত্রে ‘রাম’ চরিত্রে আছেন দক্ষিণী তারকা প্রভাস, ‘রাবণ’ চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা সাইফ আলী খান। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল এই চলচ্চিত্রটি। ২০২২ সালের ১১ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন