পা ভাঙলো প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা সরকার

ওয়েব সিরিজের শুটিং করার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। চিকিৎসকেরা জানান, তার ডান পায়ের হাড় ভেঙে গেছে। আজ বিকেলে তার পায়ে একটি অস্ত্রোপচার হওয়ার কথা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, গতকাল (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নিউটাউন ইকোপার্কে ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল। সিরিজে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। শুটিং চলাকালেই একটি বেপরোয়া বাইক হঠাৎ সেটের সীমানার ভেতর ঢুকে প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার পাশে ছিটকে পড়েন। দুজনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়, আর প্রাথমিক চিকিৎসার পর অর্জুনকে ছেড়ে দেয়া হয়।

তবে প্রিয়াঙ্কার পায়ের এক্স–রে করে দেখা যায়, তার ডান পায়ের হাড় ভেঙে গেছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ভাঙা হাড় ঠিকভাবে বসাতে তার পায়ে ‘ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন’ অস্ত্রোপচারের মাধ্যমে প্লেট বসানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রিয়াঙ্কার অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসকেরা বলছেন, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে তার ছয় মাস সময় লাগতে পারে।

পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল চালক মদ্যপ অবস্থায় ছিলেন। প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা দিয়ে তিনি দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে তাকে আটক করা হয়।

‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যাম্প’, ‘বিবাহ অভিযান’ সহ বেশ কিছু টলিউড চলচ্চিত্রে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন। এছাড়াও তিনি ভারতীয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। বাংলাদেশে রফিক শিকদারের ‘হৃদয়জুড়ে’ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন