‘গেম অফ থ্রোনস’-এর সাতকাহন

২০১১ সালে এইচবিও টিভিতে বর্তমানের জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর সম্প্রচার শুরু হয়। আট সিজনে মোট ৭৩টি এপিসোড নিয়ে ২০১৯ সালে সিরিজের সমাপ্তি টানেন নির্মাতারা। গোটা সিরিজ জুড়েই ছিলো কাল্পনিক মহাদেশ ওয়েস্টেরোসে নয়টি অভিজাত পরিবারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, নৃশংসতা, রক্তক্ষয়ী যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর প্রতারণার জাল। মার্কিন সাহিত্যিক জর্জ আর আর মার্টিনের উপন্যাস সিরিজ ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে এই টিভি সিরিজটি নির্মিত হয়েছে।

উপন্যাস সিরিজের প্রথম বই ‘আ গেম অফ থ্রোনস’ ১৯৯৬ সালে প্রকাশিত হয়। এই পর্যন্ত এই সিরিজের পাঁচটি বই বের হয়েছে, আরো দুটি বই প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন লেখক। টিভি সিরিজের শুরু থেকে চতুর্থ সিজন পর্যন্ত প্রতিটি এপিসোডের গল্পও তিনিই লিখেছেন। পঞ্চম সিজনে যখন টিভি সিরিজের গল্প বইকে ছাড়িয়ে যেতে শুরু করে, তখন নিজের ভবিষ্যত বইগুলোতে কি ঘটতে যাচ্ছে তার সারমর্মও নির্মাতাদের জানিয়ে দেন মার্টিন। সম্প্রতি জানা গেছে, এই পরিকল্পনার যথার্থ প্রতিফলন ডেভিড বেনিওফ ও ডি বি ওয়েইস নির্মিত টিভি সিরিজে থাকবে কিনা, তা নিয়ে উদ্বেগ ছিলো তার।

টিন্ডারবক্স : এইচবিও’জ রুদলেস পারসুয়িট অফ নিউ ফ্রন্টিয়ারস

সদ্য প্রকাশিত টিন্ডারবক্স : এইচবিও’জ রুদলেস পারসুয়িট অফ নিউ ফ্রন্টিয়ারস বইয়ে ‘গেম অফ থ্রোনস’ সিরিজের ক্যামেরার পেছনের এমন নানা গল্প তুলে এনেছেন মার্কিন সাংবাদিক জেমস অ্যান্ড্রিউ মিলার। মার্টিন থেকে শুরু করে এইচবিওর প্রাক্তন সিইও রিচার্ড পেপলার সহ সংশ্লিষ্টদের প্রায় সাতশ সাক্ষাৎকার নিয়ে এক ইতিহাসই দাঁড়িয়েছে বইটিতে। এখান থেকে জানা যায়, ‘গেইম অফ থ্রোনস’ টিভি সিরিজটি দশ সিজন পর্যন্ত চালিয়ে যেতে পেপলারের কাছে মার্টিন রীতিমতো কাকুতিমিনতি করেছিলেন। তার মতে, দ্রুত তল্পিতল্পা গোটানোর তাড়া না থাকলে তের সিজন পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো উপাদান সিরিজের গল্পে ছিলো।

মার্টিনের এজেন্ট পল হ্যাস সাক্ষাৎকারে বলেন, “পেপলারের সঙ্গে লাঞ্চ করতে জর্জ নিউ ইয়র্কে উড়ে যেতেন। যাতে তাকে বোঝানো যায়, দশটি করে এপিসোডের দশ সিজন বরং বেশি সন্তোষজনক ও উপভোগ্য হবে।”

‘গেম অফ থ্রোনস’ সিরিজের নানা চরিত্র

ষষ্ঠ সিজন পর্যন্ত গেম অফ থ্রোনস সিরিজে দশটি করে এপিসোড থাকলেও সপ্তম সিজনে ছিলো সাতটি, আর অষ্টম সিজনে ছয়টি। সিরিজের গুরুত্বপূর্ণ কিছু চরিত্রের হুট করে বেমানান পরিণতি দেখানোর কারণে এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়ে। এমন একটি ঘটনা হলো অষ্টম সিজনে কিংস ল্যান্ডিংয়ের বাসিন্দাদের ওপর ডেনেরিস টারগারিয়ানের আপাত অহেতুক চালানো নির্মম হত্যাযজ্ঞ। আগের মমতাময়ী রাণি থেকে মুহূর্তেই নৃশংস স্বৈরাচারীতে ডেনেরিসের এই রূপান্তরকে জোড়াতালি বলে মনে করছেন অনেক ভক্তই।

অষ্টম সিজনের আগ পর্যন্ত গোটা বিশ্বের দর্শকদের কাছে সফলই ছিলো ‘গেম অফ থ্রোনস’। তবে এখন সান্ত্বনা হতে পারে এতটুকু, সিরিজটির প্রিকুয়েল ‘হাউজ অফ ড্রাগনস’ বর্তমানে নির্মাণাধীন। আর মার্টিনের ভাণ্ডারে এখনো দুটি বই তো আছেই!

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন