গত ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউড তারকা সালমান খান ও নবাগত আয়ুশ শর্মা অভিনীত চলচ্চিত্র ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’। মহেশ মাঞ্জরেকার নির্মত এই চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসা পায়, বক্স অফিসে প্রথম দিন সাড়ে চার কোটি রুপি ব্যবসা করে। তবে এই চলচ্চিত্রকে কেন্দ্র করে উচ্ছ্বসিত ভক্তদের একের পর এক অদ্ভুত কাণ্ডে নাখোশ সালমান।
সম্প্রতি সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, তার কিছু ভক্ত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রের পোস্টার দুধে ডোবাচ্ছেন। এমন কাজের সমালোচনা করে সালমান বলেন, “কত লোকের কপালে পানি জোটে না, আর আপনারা এভাবে দুধ নষ্ট করছেন। আপনাদের যদি দুধ উৎসর্গ করতে ইচ্ছা হয় তো সবার প্রতি আমার অনুরোধ, যেসব বাচ্চা দুধ খেতে পায় না তাদের দিন।”
‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তির দিন প্রেক্ষাগৃহে অনেক ভক্ত আতশবাজি ফুটিয়েছিলেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “আমার সব ভক্তদের প্রতি অনুরোধ, অডিটোরিয়ামে আতশবাজি নেবেন না, কারণ তাতে বিশাল অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। এতে আপনার নিজের ও অন্যদের জীবন বিপন্ন হতে পারে। প্রেক্ষাগৃহ মালিকদের প্রতি অনুরোধ, প্রেক্ষাগৃহে আতশবাজি নেয়ার অনুমতি দেবেন না, নিরাপত্তাকর্মীদের উচিত প্রবেশমুখেই এদের আটকানো। চলচ্চিত্রটি উপভোগ করুন, কিন্তু দয়া করে এসব করা থেকে বিরত থাকুন… ধন্যবাদ।”
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, বর্তমানে আন্তর্জাতিক বক্স অফিসে ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রের আয় প্রায় ৩১ কোটি রুপি। চলচ্চিত্রে সালমান ও আয়ুশ ছাড়াও অভিনয় করেছেন মাহিমা মাকওয়ানা।