আতাহার আলী সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের কর্তা। চিকিৎসার জন্য স্ত্রী ও কন্যাকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন। কিন্তু বিদেশ বিভুঁইয়ে নানা সমস্যায় পড়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। একসময় দেশে ফিরতে চাইলেন, তাতেও রক্ষা নেই। হোটেল, বিমানবন্দর, রাস্তায় নানা রকম অপ্রত্যাশিত ঘটনা তাদের জীবন অতিষ্ঠ করে তোলে।
শামীম আহমেদের পরিচালনায় ‘চক্কর’ চলচ্চিত্রে এমন এক দুষ্টচক্রে আটকা পড়বেন আতাহার আলী চরিত্রের অভিনেতা মাজনুন মিজান। চলচ্চিত্রে তার স্ত্রীর ভূমিকায় আছেন টলিউড অভিনেত্রী পৌলমী বসু। গত ২৮ নভেম্বর চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে।
অভিনেতা মিজান জানান, সমসাময়িক গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। দৈনিক প্রথম আলোকে তিনি বলেন, “সমসাময়িক গল্প। কোভিড সময়ের মধ্যে একটি পরিবারের সংগ্রামের গল্প। মানবিক বিভিন্ন বিষয় গল্পে তুলে ধরা হয়েছে। কিছু সময় মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যা জীবনকে অতিষ্ঠ করে তোলে।
জীবনচলার পথে অপ্রত্যাশিত কিছু ঘটনাকে কেন্দ্র করেই “চক্কর”–এর গল্প। সিনেমাটির সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে ছিলাম। আমার পছন্দের একটি গল্প। আমাদের কাজটাও গোছানো। আমার সহ–অভিনেত্রী পৌলমী বসু, নির্মাতা থেকে শুরু করে সবাই খুব সহযোগিতা করছেন।’’
‘চক্কর’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক বাংলাদেশের হলেও এটি ভারত সেন্সর বোর্ডে অনুমোদন এবং ভারতেই বাণিজ্যিকভাবে মুক্তি পাবে বলে জানান মিজান।
সম্প্রতি মিজান ‘বাকের খনি’ ও ‘মেহমান’ সহ বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। ফাখরুল আরেফীনের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রের শুটিংয়েও তিনি অংশ নিয়েছেন। এছাড়া তার আরো দুটি চলচ্চিত্রের শুটিং শীঘ্রই শুরু হবে।