জাপানি সিনেমার ভারত জয়

পুরষ্কার হাতে ‘রিঙ্গু ওয়ান্ডারিং’ দল

টোকিওর একটি নির্মাণাধীন সাইটে থাকেন সাসকে। তার স্বপ্ন, মাঙ্গা (জাপানি কমিকস) শিল্পী হবেন। শিকারি আর নেকড়েকে নিয়ে একটি কাজও করছিলেন তিনি। কিন্তু মাঝপথেই কাজটি আটকে যায়। এর মধ্যেই সেই নির্মাণাধীন সাইটে একটি প্রাণীর খুলি খুঁজে পান তিনি। এমন গল্প নিয়ে জাপানি পরিচালক মাসাকাজু কানেকো নির্মাণ করেছেন ড্রামা-ফ্যান্টাসি চলচ্চিত্র ‘রিঙ্গু ওয়ান্ডারিং’। ১ ঘণ্টা ৪৪ মিনিটের এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শো কাসামাতসু।

২৮ নভেম্বর ভারতের গোয়ায় ৫২তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন পিকক’ জিতেছে ‘রিঙ্গু ওয়ান্ডারিং’। পুরস্কার বাবদ চলচ্চিত্রটি পাবে ৪০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ লাখ টাকা। এর আগে চলচ্চিত্রটি ওয়ারশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জুরি ও আন্তর্জাতিক বিভাগে পুরস্কার জিতেছে।

এটি নির্মাতা মাসাকাজু কানেকোর তৃতীয় চলচ্চিত্র।
আইএফএফআইতে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ‘সেভিং ওয়ান হু ওয়াজ ডেড’ চলচ্চিত্রের পরিচালক চেক নাগরিক ভাকলাভ কাদ্রাঙ্কা। এই বছর আন্তর্জাতিক বিভাগে ১৫টি চলচ্চিত্র প্রতিযোগিতা করে।
ভারতের গোয়ায় পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫২তম আসর শেষ হয়। গত ২০ নভেম্বর উৎসবটি শুরু হয়েছিলো।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন