‘পায়ের তলায় মাটি নাই’-এর আরো এক ধাপ

আজ ২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই)-এর ৫২তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগের সেরা পুরস্কার ‘গোল্ডেন পিকক’-এর জন্য লড়বে বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগে ভারত, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান সহ কয়েকটি দেশের মোট ১৫টি চলচ্চিত্র প্রতিযোগিতা করছে। বাংলাদেশ থেকে ‘পায়ের তলায় মাটি নাই’ ছাড়াও আছে ফিনল্যান্ডের ‘এনি ডে নাউ’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ল্যান্ড অব ড্রিমস’, পোল্যান্ডের ‘লিডার’, রাশিয়ার ‘মস্কো ডাজ নট হেপেন’, জাপানের ‘রিং ওয়ান্ডারিং’ এবং ভারতের তিনটি চলচ্চিত্র।

এই বছরের অক্টোবরে ‘২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’–এ প্রদর্শিত হয়েছিলো ‘পায়ের তলায় মাটি নাই’। এবার এশিয়ার আরেকটি সম্মানজনক চলচ্চিত্র উৎসব আইএফএফআইয়ের প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটি জায়গা করে নেয়ায় উচ্ছ্বসিত প্রযোজক আবু শাহেদ ইমন। দৈনিক প্রথম আলোকে তিনি বলেন, “বুসান ও কানের মতো উৎসবে আমাদের চলচ্চিত্র অংশগ্রহণ করে যে সুনাম ছড়িয়েছে, তা অভাবনীয়। পাশাপাশি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এ ছবি প্রতিযোগিতা বিভাগে সুযোগ পাওয়ায় বাংলা চলচ্চিত্রের একটা জয়জয়কার বলা যায়। তরুণ নির্মাতাদের এই জয় বাংলাদেশি চলচ্চিত্রের জন্য একটা আশাব্যঞ্জক ব্যাপার। সবকিছু মিলে আমি মনে করি, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা সঠিক পথেই আছি।’’

‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন সহ অনেকেই। গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘সাইফুল’ নামের একজন সাধারণ মানুষ, যাকে দুই স্ত্রী, পরিবার, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের মধ্য দিয়ে যেতে হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন