২০১২ সালে সুজয় ঘোষ নির্মিত বলিউড চলচ্চিত্র ‘কাহানি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। এতে বলিউড তারকা বিদ্যা বালানের চরিত্র অন্তঃসত্ত্বা ‘বিদ্যা বাগচি’ নিখোঁজ স্বামীর সন্ধানে নেমে ‘বব বিশ্বাস’ নামের এক গুপ্তঘাতকের মুখোমুখি হয়। ইন্সুরেন্স এজেন্টের ছদ্মবেশধারী এই গুপ্তঘাতকের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চ্যাটার্জি। এই চলচ্চিত্রে তাকে ট্রাকচাপা পড়তে দেখা গেলেও আবারো বড় পর্দায় ফিরছে বব বিশ্বাস চরিত্রটি; এবার পুরো সিনেমার প্রধান চরিত্র হয়ে।
‘বব বিশ্বাস’ নামের ক্রাইম-থ্রিলার চলচ্চিত্রে এবার এই চরিত্রে আছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। গতকাল (১৯ নভেম্বর) ক্রাইম ড্রামা ‘বব বিশ্বাস’ চলচ্চিত্রের ট্রেলার মুক্তি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিষেক নিজেও ট্রেলারটি শেয়ার করেছেন। এতে দেখা যায়, বব বিশ্বাস স্মৃতি হারিয়ে নিজের পরিচয় ভুলে গেছে। বাঁ পাশে সিঁথি করা সহজ-সরল চেহারার বব, যার মোটা ফ্রেমের চশমার পেছনে লুকিয়ে আছে সাবলীল এক নৃশংসতা। আর আছে ভুলে যাওয়া অতীত, স্ত্রী-সন্তান নিয়ে পরিবার। এই চলচ্চিত্রে ‘বব বিশ্বাস’ চরিত্রটির জন্য প্রাথমিকভাবে আবারো শাশ্বত চ্যাটার্জিকে চাওয়া হয়, কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা বিশ্বাস। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আগামী ৩ ডিসেম্বর ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ-এ ‘বব বিশ্বাস’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এই চলচ্চিত্রে টলিউডের কয়েকজন নামকরা শিল্পী অভিনয় করছেন। অভিষেকের স্ত্রীর ভূমিকায় চিত্রাঙ্গদা সিংহ, আর গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাঞ্চন মল্লিক ও দিতিপ্রিয়া রায়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এটি বলিউড তারকা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের মালিকানাধীন প্রযোজনা সংস্থা।