২০০৯ সালে প্রথমবারের মতো মনপুরা চলচ্চিত্রের ‘নিথুয়া পাথারে’ গান দিয়ে প্লেব্যাক শুরু করেন অভিনেতা ফজলুর রহমান বাবু। শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গীতায়োজনে এই গান গেয়ে ব্যাপক প্রশংসিতও হয়েছিলেন। দীর্ঘ ১৩ বছর পর একসঙ্গে নতুন গান নিয়ে ফিরলেন তারা। পল্লিকবি জসীমউদ্দীনের কথায় ‘কি বলিব রে আর’ শিরোনামের গানটি ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রের প্রচারণায় ব্যবহার করা হবে। লোকসঙ্গীত ঘরানার গানটি সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে।
‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রের পরিচালক রেজওয়ান শাহরিয়ার দৈনিক প্রথম আলোকে বলেন, “আমার সিনেমায় বাবু ভাইয়ের গান করার সুযোগ ছিল না। সে জন্য প্রমোশনে বাবু ভাইকে দিয়ে গানটি করার পরিকল্পনা করি। পরে শুনেছি, এই গান দিয়ে বাবু ভাই আর অর্ণব ভাই অনেক দিন পর একসঙ্গে কাজ করলেন। গানটি শ্রোতারা পছন্দ করছেন।’’
নিয়মিত গান করবেন কিনা, এই প্রশ্নের উত্তরে বাবু বলেন, “আমি অভিনয়ের মানুষ। শখের বশে গান করি। গান নিয়ে আমার কোনো পরিকল্পনা থাকে না। এই গান ‘নোনাজলের কাব্য’র প্রচারের জন্য গেয়েছিলাম। তবে গানের চেয়ে এই সিনেমা নিয়ে আমার প্রত্যাশা বেশি।’’
‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রে বাবুর ‘চেয়ারম্যান’ চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “একদমই ভিন্ন ঘরানার সিনেমা। এখানে জলবায়ু সমস্যার চিত্র আছে। মানবিক অনেক বিষয় আছে। মানুষের সুখ-দুঃখ, আশা, সংগ্রামের চিত্র আছে। এই ছবি সবার দেখা উচিত।’’
আগামী ২৬ নভেম্বর ‘নোনাজলের কাব্য’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।