আগামী বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে উঠবে ঢালিউড তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত চলচ্চিত্র ‘শান’। পুলিশি অ্যাকশন থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রহিম। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আগামী ৭ জানুয়ারি ‘শান’ মুক্তি পাবে। এতে অ্যাকশনের পাশাপাশি থাকবে নাটকীয়তা, রোমান্স ও রসবোধ।
অভিনেতা সিয়াম বলেন, “আমার আর পূজার থার্ড ছবি এটা। আমার জন্য এই ছবিটি বেশি স্পেশাল, কারণ প্রথম অ্যাকশন ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি। ছবিটি বানিয়েছেন তরুণ নির্মাতা এম রহিম। যে ছেলেটা সাড়ে তিনটি বছর ধরে এই ছবির সঙ্গে আছে। এই সময়ের ভেতর আর কিছু করেনি সে। এটাই তার প্রথম ছবি। সব মিলিয়ে, বছরের প্রথম ছবি হিসেবে এটি প্রেক্ষাগৃহে উঠছে। আশা করছি পুরো বছরটায় এমন আরও ছবি মুক্তি পাবে।’’ ২০১৯ সালে চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হয়।
‘শান’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। চলচ্চিত্রের গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, আর পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। আজাদ বলেন, “শানের মতো পুলিশ অ্যাকশন এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে।’’
‘ফাগুণ হাওয়ায়’ চলচ্চিত্রের পর ‘শান’ দিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন সিয়াম। তিনি জানিয়েছেন, এই চলচ্চিত্রের জন্য তিনি দেড় মাস ধরে আক্রমণ ও আত্মরক্ষা দুই ধরনের প্রশিক্ষণই নিয়েছেন। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ফাঁকে ফাঁকেও এ প্রশিক্ষণ চালিয়ে যেতে হয়েছে। ‘শান’ যেন সবদিক দিয়ে পরিপূর্ণ চলচ্চিত্র হয়ে ওঠে সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তিনি।