জামদানিপল্লিতে ‘জামদানি’র শুটিং

রোশান ও শিবা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানিশিল্পকে ঘিরে স্বপ্ন দেখে একটি ছেলে। এর সঙ্গে জড়িত মানুষের হয়ে কথা বলে। সে চায়, দেশ-বিদেশে আরও পরিচিতি পাবে এই শিল্পটি। এমনই এক গল্প নিয়ে সরকারি অনুদানে ‘জামদানি’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন অনুরুদ্ধ রাসেল। ২৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো জামদানিপল্লি ও আশপাশের এলাকায় চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে।

‘জামদানি’ চলচ্চিত্রে অভিনয় করছেন ঢালিউড তারকা রোশান এবং মডেল-অভিনেত্রী শিবা আলী খান। শুটিংয়ের একটি দৃশ্যের জন্য ডেমরা ব্রিজের পাশে ফাঁকা একটি জায়গা বেছে নেওয়া হয়েছিলো। প্রথমদিকে সব ঠিকঠাক থাকলেও পরে শুরু হয় এক বিড়ম্বনা।

নির্মাতা অনুরুদ্ধ দৈনিক প্রথম আলোকে বলেন, “প্রথম টার্গেট পূরণ করতে পেরেছি। কিন্তু অনেক বেগ পেতে হয়েছে। শুটিংয়ে নায়ক–নায়িকা দেখে মানুষ মৌমাছির মতো ঘিরে ধরেছিল। আউটডোরে শুটিং শেষ করে আমরা দ্রুত জামদানিপল্লিতে কাজ শুরু করি।’’

এর আগে ‘দ্য স্টোরি অফ সামারা’ (২০১৫) এবং ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৯) চলচ্চিত্রে অভিনয় করেছেন শিবা আলী খান। তিনি বলেন, “আমি আগেও সিনেমায় অভিনয় করেছি কিন্তু এবারেরটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং চরিত্র। আমার চরিত্রটির

জামদানিপল্লির ভালো রং করার জন্য সুনাম রয়েছে। তথ্যচিত্র দেখে প্রস্তুতি নিলেও ভয়ে ছিলাম। প্রথম দিনে শুটিং করে ভয়টা কেটেছে। দেশের ঐতিহ্য বহন করে, এমন বিষয়ের সঙ্গে জড়িত হতে পেরেছি, এটা আমার জন্য অনেক ভালো লাগার।’’

রোশান এর আগে জানিয়েছিলেন, ‘জামদানি’ চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে নির্মাতা অনিরুদ্ধ তিন বছর গবেষণা করেছেন। খুব কাছ থেকে তারা জামদানির সঙ্গে জড়িত মানুষের জীবনযাপন দেখেছেন। শুটিংয়ে রোশান ও শিবা ছাড়াও অংশ নিচ্ছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আলী রাজ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন