ছবিপ্রেমীদের মহা সম্মিলন

ছবিয়াল মিলন মেলা। ছবি : ওয়েডিং ফ্রেম

প্রথমবারের মতো দেশের নবীন-প্রবীণ, পেশাদার ও সৌখিন আলোকচিত্রীদের অংশগ্রহণে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে দিনব্যাপী উদযাপিত হলো ‘ছবিয়াল মিলন মেলা-২০২১’। আজ শুক্রবার (২৯ অক্টবোর) আলোকচিত্রপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক প্রাঙ্গন।

সকালে কেক কাটার মধ্যদিয়ে দিনব্যাপী এ মিলন মেলা শুরু হয়। এই প্রীতি সম্মিলনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক শ আলোকচিত্রী। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই মহা আয়োজন।

সারাদিন চলে খাওয়া-দাওয়া, ছবি তোলা, গান-বাজনা, আলোকচিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও খেলাধুলা। র‌্যাফল ড্রয়েরও আয়োজন করা হয়।

কেক কাটছেন বরেণ্য আলোকচিত্রীরা। ছবি : ওয়েডিং ফ্রেম

ছবিয়াল মিলন মেলায় যোগ দেন দেশবরেণ্য ছবিয়াল ও ফটোসাংবাদিকেরা। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য আলোকচিত্রী হাসান চন্দন, ‘চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটি’র প্রতিষ্ঠাতা মহাসচিব মওদুদুল আলম, ‘প্রিজম’-এর প্রতিষ্ঠাতা ও লেখক রফিকুল ইসলাম, ‘ফটোগ্রাফি অ্যাট ড্রিম আর্ট প্রোডাকশন’-এর পরিচালক অভিজিৎ বিশ্বাস, ফটোসাংবাদিক ও লেখক সুদীপ্ত সালামসহ আরো অনেকে।

মেলায় আয়োজিত ছবি প্রদর্শনী থেকে সেরা তিনটি ছবি নির্বাচন করা হয়। বিজয়ী আলোকচিত্রীরা পান ক্রেস্টসহ সুন্দরবন ভ্রমণের সুযোগ।

প্রদর্শনী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট স্পন্সর করেছে ‘পেন্সিল ফাউন্ডেশন’। পুরস্কৃত ছবিয়ালদের ক্রেস্টসহ সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা করেছে ‘ফেমাস ট্যুর বিডি’।ছবিয়াল মিলন মেলায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল টি-শার্ট ও মাস্ক—যা দিয়েছে ‘ডিজিটাল শপ’।

মিলন মেলার একাংশ। ছবি : সৈয়দ আব্বাস

ছবিয়াল মিলন মেলায় ঢাকা থেকে  যাওয়া আসার সুবিধার্থে ফটোগ্রাফি গ্রুপ ‘এক্সপ্লোর ফটোগ্রাফি বাংলাদেশ’ চারটি কোস্টার মিনি এসি বাস ও স্পটের ভাড়া স্পন্সর করে। এছাড়া ‘ওয়েডিং ফ্রেম’, ‘রকমারি সাজগোজ’, ‘প্রিন্ট টাচ’, ‘সিটিকম নেটওয়ার্ক’, ‘ফটোগ্রাফারস ওয়েলফার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ ও ‘স্টাইল রিনোন’ নানাভাবে মিলন মেলায় পৃষ্ঠপোষকতা করেছে।

ছবিয়াল মিলন মেলার আয়োজক বিশিষ্ট আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লব ও মো. শরীফ উদ্দিন (অপূর্ব ) জানান, নবীন-প্রবীণ ফটোগ্রাফারদের উপস্থিতিতে দেশে প্রথমবারের মত ছবিয়াল মিলনমেলা-২০২১ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। যা নবীন ফটোগ্রাফারদের উৎকর্ষতা সাধনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন