গ্যেটের বিজ্ঞান চলচ্চিত্র উৎসব

 

আজ ২২ অক্টোবর গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করছে বিজ্ঞান চলচ্চিত্র উৎসব।

দৈনিক প্রথম আলো সূত্রে জানা যায়, বাংলাদেশের দর্শকদের জন্য ৩২টি চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি উৎসবে থাকছে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের জন্য কর্মশালা, কুইজ এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা। অনলাইনের পাশাপাশি কিছু চলচ্চিত্র টেলিভিশনেও দেখানো হবে। এক সংবাদ সম্মেলনে গেটে জানায়, বিজ্ঞান চলচ্চিত্র উৎসবটি দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বিজ্ঞান যোগাযোগের একটি মাধ্যম। বাংলাদেশের দর্শকদের জন্য তিনটি চলচ্চিত্র বাংলায় ডাব করা হয়েছে এবং আরও তিনটি চলচ্চিত্রে সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ড. কির্স্টেন হ্যাকেনব্রোক বলেন, “বিজ্ঞান যে পরিবর্তন আনতে পারে এবং জীবন বাঁচাতে পারে, তা আমরা সবাই আবার নতুন করে শিখেছি। একজন বিজ্ঞানী হওয়ার অর্থ অজানার পথে হাঁটা, তর্ক-বিতর্কে অনুপ্রাণিত হওয়া, মানবতার জন্য স্থিতিশীল ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে সহাবস্থান রাখা। এর শুরু হতে পারে শিশুকাল থেকেই। এই গুরুতর প্রচেষ্টাটি কীভাবে মজাদার হতে পারে তা দেখানো বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের একটি লক্ষ্য।’’ লিংকে নিবন্ধনের মাধ্যমে উৎসবের ওয়েবসাইটে চলচ্চিত্র দেখা যাবে। ২২টি দেশের ১২২টি চলচ্চিত্র নিয়ে ১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী চলছে মূল আয়োজন, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন