এবার ফিরলো স্টার জলসা

জি বাংলার পর এবার বাংলাদেশে ক্লিন ফিড অর্থাৎ বিজ্ঞাপন ছাড়াই সম্প্রচারে ফিরেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা। কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ এই খবর নিশ্চিত করেন। অনলাইন নিউজ পোর্টাল এনটিভি অনলাইনকে তিনি বলেন, “১৫ দিন বন্ধ থাকার পর ক্লিন ফিড স্টার জলসার পরীক্ষামূলক সম্প্রচারে ফিরছে। কিছু এলাকায় চ্যানেলটি দেখা যাচ্ছে; আস্তে আস্তে সব জায়গায় ক্লিন ফিড সম্প্রচার শুরু হবে। এ ছাড়া ভারতের কালারস বাংলাও ক্লিন ফিড নিয়ে দ্রুতই দেশে সম্প্রচারে আসছে।’’ এরই মধ্যে পরিবেশকেরা পরীক্ষামূলকভাবে চ্যানেলটির সম্প্রচার শুরু করেছেন।

এর আগে প্রায় ১৪ দিন বন্ধ থাকার পর বাংলাদেশে বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার শুরু করে জি বাংলা। বিজ্ঞাপন বিরতির সময় চ্যানেলগুলো বার্তা দেখাচ্ছে, “সম্মানিত গ্রাহক, বিজ্ঞাপন বিধিনিষেধের জন্য বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে অতি শিগগিরই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’’

তবে অভিযোগ উঠেছে, বাংলাদেশের কিছু এলাকায় এখনও বিরতির সময় অন্য অনুষ্ঠানের প্রোমো এবং বিজ্ঞাপন প্রচার করছে জি বাংলা। এসব ত্রুটি কাটিয়ে দ্রুত বিদেশি চ্যানেলগুলোর শতভাগ বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কোয়াব।

২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৩) ধারায় বলা হয়েছে, বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্র্রচার বা সঞ্চালন করা যাবে না। এমন অবৈধ সম্প্র্রচারের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেওয়া শুরু করলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর ৬০টির মতো বিদেশি চ্যানেলের সম্প্র্রচার বন্ধ করে দেয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন