শিশুসাহিত্যিক ও সংগঠক রফিকুল হক দাদুভাই আর নেই। আজ রোববার (১০ অক্টোবর) সকালে রাজধানীর মুগদায় নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দৈনিক যুগান্তর-এ ফিচার এডিটর ছিলেন।
রফিকুল হকের স্ত্রী মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে যুগান্তর। রফিকুল হক বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত বছর পর পর দুবার করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ সাংবাদিক ও ছড়াকার।
পত্রিকাটি আরো জানায়, অসুস্থতার কারণে প্রায় ছয় মাস আগে মুগদার বাসায় পুরোপুরি শয্যাশায়ী ছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি স্ট্রোক করেন।
রফিকুল হকের জন্ম ১৯৩৭ সালে, রংপুরের কামালকাচনা গ্রামে। তার দুই ছেলে এক মেয়ে।
সত্তরের দশকে গড়া শিশুকিশোরদের সংগঠন ‘চাঁদের হাট’-এর প্রতিষ্ঠাতা ছিলেন দাদুভাই। এর আগে তার তত্ত্বাবধানে দৈনিক পূর্বদেশে ‘চাদের হাট’ নামে ছোটদের ক্রোড়পত্র বের হতো। সেসময় থেকেই তিনি ‘দাদুভাই’ নামে পরিচিত।
শিশুসাহিত্যে অবদানের জন্য দাদুভাই বাংলা একাডেমি পুরস্কারসহ দেশে ও দেশের বাইরে বিভিন্ন পুরস্কার অর্জন করেন।