আসছে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন

গত বছরের সাফল্যের পর এই বছরও ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। ৪ অক্টোবর চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, “২০২১ এর ১ জানুয়ারি থেকে ২০২১ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সঙ্গীতসহ অন্যান্য ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলো নির্বাচিত করা হবে। যা ২০২২ সালের মার্চের কোনো এক সময়ে অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে।’’

বাংলাদেশ আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে এবারের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ‘স্ন্যাককিপার’, পাওয়ার্ড বাই ঐক্য ডট কম ডট বিডি। সংবাদ সম্মেলনে উপস্থিত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে আইসিটি ডিভিশন সূচনা থেকেই অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। তারুণ্যনির্ভর এই অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের সম্পৃক্ততা নিঃসন্দেহে তরুণদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সেই সাথে অনুষ্ঠানটিকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়।’’

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্ন্যাককিপারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল সাত্তার, বাংলাদেশ হাইটেক পর্ক-এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী।

গত বছর প্রথমবারের মত ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কেন্দ্র করে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি চালু করে চ্যানেল আই। এতে জুরি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে ২৩টি বিভাগে পুরস্কার দেয়া হয়। এবারো চ্যানেল আই চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে নানা বিনোদনমূলক পরিবেশনা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন