পরমব্রত ও ইশার ‘ঘরে ফেরার গান’

পরমব্রত ও ইশা

‘ঘরে ফেরার গান’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধছেন টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা। এসকে মুভিজের প্রযোজনায় বাংলা মিউজিকাল ‘ঘরে ফেরার গান’ নির্মাণ করছেন অরিত্র সেন। ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, অরিত্রের সঙ্গে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সৌম্যশ্রী ঘোষ, আর সঙ্গীত পরিচালনায় আছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রে একটি মৌলিক গান এবং একাধিক রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীত থাকছে। এতে লন্ডনের আন্ডারগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করা হবে।

‘ঘরে ফেরার গান’ চলচ্চিত্রের গল্পে ঋভুকে বিয়ে করে প্রবাসে সংসার পাতে তোড়া। অসুখী দাম্পত্য জীবনের মাঝে সঙ্গীতশিল্পী ইমরানের সঙ্গে তার পরিচয় হয়। গানের প্রতি দুজনের ভালোবাসা গড়ায় দুজনের মধ্যে দুর্নিবার প্রেমে। ইমরানের চরিত্রে পরমব্রত, তোড়ার ভূমিকায় ইশা, ঋভুর চরিত্রে গৌরব চট্টোপাধ্যায় এবং তার মা শান্তার চরিত্রে দেখা যেতে পারে অনসূয়া মজুমদারকে।

অভিনয়ের পাশাপাশি ‘ঘরে ফেরার গান’ চলচ্চিত্রে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেও থাকছেন পরমব্রত। তিনি বলেন, ‘‘অনেক দিন বাংলায় পরিণত, প্যাশনেট প্রেমের গল্প দেখি না আমরা। তিন-চারটে গল্প নিয়ে ভাবনাচিন্তা চলছিল। শেষে অরিত্রর লেখা এই গল্পটা নিয়েই এগোব ঠিক হয়। নারী-পুরুষের মধ্যকার আদি-অকৃত্রিম প্রেম আর সঙ্গীত— এই দুই-ই হল ছবির অবলম্বন।’’

‘ঘরে ফেরার গান’ বড় পর্দায় অরিত্রের প্রথম ফিচার ফিল্ম। এর আগে ওয়েবের জন্য ‘শরতে আজ’, ‘কালী’ সহ একাধিক সিরিজ নির্মাণ করেছেন তিনি। আগামী নভেম্বর মাসের মাঝামাঝিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা। শুটিংয়ের বেশিরভাগটাই লন্ডনে এবং কিছু অংশ কলকাতায় করার পরিকল্পনা আছে নির্মাতাদের।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন