‘শ্রাবণ জ্যোৎস্নায়’ যারা থাকছেন

উপন্যাসের প্রচ্ছদ

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে অভিনয় করবেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সূত্রে জানা যায়, আবদুস সামাদ খোকন পরিচালনায় সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ চলচ্চিত্রের জন্য দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন। ২৭ সেপ্টেম্বর তিনি নিজেই গণমাধ্যমের কাছে খবরটি নিশ্চিত করেছেন।

দীঘি বলেন, ‘‘ইমদাদুল হক মিলন স্যারের গল্পের নায়িকা হচ্ছি; সেজন্য কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী। তাছাড়া এটি অনুদানের সিনেমা। আশা করছি প্রজেক্টটি দারুণ হবে।’’

‘শ্রাবণ জ্যোৎস্নায়’ নামের এই চলচ্চিত্রে দীঘির বিপরীতে কে থাকবেন তা এখনও জানা যায়নি। অভিনেতা চূড়ান্ত হলে আগামী ১৪ অক্টোবর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা খোকন। তিনি বলেন, “ইমতিয়াজ বর্ষণ ও দীঘিকে নিয়েই শুরুতে ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমাটি করার পরিকল্পনা ছিলো। কিন্তু আগে থেকেই বর্ষণ ‘ওরা ৭ জন’ নামে খিজির হায়াতের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে আছেন। সেই সিনেমার শুটিং শুরু হয়েছে, যা চলবে সামনের পুরো মাস। এদিকে আমার সিনেমাটি সরকারি অনুদানের, দ্রুত শেষ করার চাপ আছে। তাই অক্টোবরের মাঝামাঝিতে শুটিংয়ের সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।’’

এই চলচ্চিত্রে আরো চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার সহ অনেকে।
সম্প্রতি শাপলা মিডিয়ার ব্যানারে ‘মানব দানব’ নামের একটি চলচ্চিত্রে দীঘির অভিনয়ের কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত পিছিয়ে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোর নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের তরুণ বয়সের ভূমিকায়ও তাকে দেখা যাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন