দেশে গান গাইতে চান না তপন

তপন চৌধুরী। ছবি : সংগৃহীত

মিল্টন খন্দকারের সুরে কণ্ঠশিল্পী তপন চৌধুরীর একটি গান সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে।
কবির বকুলের কথায় ‘তোমার চলে যাওয়া দেখেছি’ শীর্ষক গানটির সঙ্গীতায়োজন করেছেন জি এম লিপন। করোনার আগে বিটিভির জন্য গানটি রেকর্ড করা হয়েছিল। কানাডা থেকে তপন চৌধুরী দৈনিক প্রথম আলোকে বলেন, “সুন্দর কথা ও সুরের একটি গান। গানটি প্রকাশ হয়েছে শুনে ভালো লাগল।”

এপ্রসঙ্গে তপন চৌধুরী বলেছেন, তিনি দেশের মঞ্চে গান করতে আগ্রহী নন। বললেন, “এত অপমান, তারপর আবার গাইব! স্বাধীনতার ৫০ বছরে আমার দেশ আমাকে রিকগনাইজ করতে পারল না, আর কীভাবে গান গাইতে ইচ্ছা করবে! চার দশকের বেশি সময় ধরে গান গাইছি। দেশের স্বার্থ জড়িত এমন কোনো অনুষ্ঠান নাই, যেখানে বলতে পারবে আমাকে পায়নি। দেশের প্রয়োজনে যেকোনো চ্যারিটি, কারও অসুস্থতা, বন্যার্তদের সহযোগিতা করা সব জায়গায় আমাকে পেয়েছে। সেই আমাকে আমার দেশের ৫০ বছর পূর্তির সাংস্কৃতিক আয়োজনে গাইবার সুযোগ থেকে বঞ্চিত করাটা মোটেও মানতে পারিনি। সেই থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আর কোনো দিন দেশের মঞ্চে গান গাইব না। ইচ্ছা মরে গেছে।”

সর্বশেষ একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘চিন্তারাম দারোগা’ নামের একটি গান করেছিলেন তপন চৌধুরী ও মিল্টন খন্দকার

নতুন গান নিয়ে মিল্টন খন্দকার বলেন, “শিল্পী এবং ব্যক্তি তপন চৌধুরী আমার খুবই পছন্দের মানুষ। তপনদার গান শুনে শুনেই গানে আসায় উদ্বুদ্ধ হয়েছিলাম, তার গান শুনেই নিশ্চিত হয়েছিলাম আমাকেও গান করতে হবে। তখন থেকেই লিখতাম। ১৯৮৬ সালে গানের অঙ্গনে ক্যারিয়ার শুরু করার পরে তপনদার সঙ্গে ফিল্মে কিছু গান করা হয়েছে। তারপর দুই একটি গান হলেও বেশ কয়েক বছর আমাদের নতুন গান করা হয়নি। দীর্ঘদিন পর গানটি তৈরি করে আমি নিজেও তৃপ্ত ছিলাম।”

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন