নীতিমালার মধ্যে আসছে সব ওটিটি

ওটিটি প্লাটফর্ম সংক্রান্ত নীতিমালার প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফলে নীতিমালার মধ্যে আসতে হবে সবগুলো ওটিটি প্লাটফর্মকে।

গতকাল ১৩ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, “ওটিটি প্লাটফর্ম একটি ক্রমবর্ধমান বাস্তবতা। কিন্তু ওটিটি প্লাটফর্মে সিনেমা, নাটক, ওয়েব সিরিজ বা কোনও কন্টেন্ট রিলিজ করতে হলে এখনও অনুমোদনের ব্যবস্থা নেই। সাম্প্রতিক ভারত সফরে সেখানকার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাথে তারা কিভাবে বিষয়টিকে দেখভাল করছে সে বিষয়ে আলাপ করেছি। তারা গত ফেব্রুয়ারি মাসে এ নিয়ে প্রজ্ঞাপন আকারে একটি নীতিমালা জারি করেছে, সেখান থেকে পরিচালিত সমস্ত ওটিটি প্লাটফর্মকে এই নীতিমালা অনুসরণ করতে হবে। সেই নীতিমালার ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে।“ খুব শীঘ্রই এসব নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা যাবে বলে আশাবাদ জানান তিনি।

ড. হাছান আরও বলেন, “বছরে ৫০টি বা ১০০টি সিনেমা রিলিজ হয়, সেটি সেন্সর করা সহজ। কিন্তু ওটিটি’র হাজার কন্টেন্ট সেন্সর করা সহজ কাজ নয়। সে কারণে ভারতসহ অন্যান্য দেশে যেভাবে করা হচ্ছে সেভাবে আমরা একটি নীতিমালা খসড়া তৈরি করেছি যা পরীক্ষা-নিরীক্ষার পর প্রজ্ঞাপন আকারে জারি করব। যাতে করে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ক্ষতিগ্রস্ত না হয় বা সমাজ ও মানুষকে ভুল পথে পরিচালিত না করে, বিজাতীয় সংস্কৃতি উৎসাহিত না হয় কিম্বা আমাদের তরুণ সমাজকে বিভ্রান্ত করতে না পারে। “

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন