ট্রেইলারেই বাজিমাত!

অবশেষে দর্শকদের সামনে এলো বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য এম্পায়ার’-এর ট্রেইলার। নাম ইংরেজি হলেও এটি আসলে একটি হিন্দি সিরিজ। ৭ আগস্ট ডিজনি প্লাস হটস্টার-এর ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি মুক্তির পর মাত্র ১৪ ঘণ্টায় প্রায় ৪৫ লাখ ভিউ হয়। ট্রেইলারটি অত্যন্ত আকর্ষণীয় এবং আগ্রহ-উদ্দীপক—তাতে কোনো সন্দেহ নেই। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজ এখন লাখ লাখ দর্শকের আলোচনার কেন্দ্রে।

মুগল সাম্রাজ্যের উত্থানকে কেন্দ্র করেই সিরিজটি আবর্তিত হয়েছে তা ট্রেইলার দেখেই বুঝা যায়। দ্রোহ, বিশ্বাসঘাতকতা, প্রেম, ঘৃণা, রাজনীতি, রণনীতি, লোভ ইত্যাদি নানা বিষয় দিয়ে যে সিরিজটি পরিপূর্ণ তা ২ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেইলার জানান দিচ্ছে। এতে অভিনয় করেছেন শাবানা আজমি, কুনাল কাপুর, দৃষ্টি ধামি, ডিনো মোরিয়া, আদিত্য সিল, রাহুল দেব, সাহের বাম্ববা প্রমুখ। ট্রেইলার বলছে, কুনাল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিক ডিনো মোরিয়া রয়েছেন খলনায়কের ভূমিকায়।

সিরিজের সবগুলো পর্ব ২৭ আগস্ট থেকে দেখা যাবে শুধু মাত্র ডিজনি প্লাস হটস্টার-এ। এটি তৈরি করেছেন নিখিল আদভানি, আর পরিচালনায় আছেন নারী নির্মাতা মিতাক্ষরা কুমার। পরিচালক হিসেবে এটি তার প্রথম কাজ। চিত্রনাট্য করেছেন ভবানী আইয়ার। ট্রেইলারে ওজনদার কিছু সংলাপ শুনতে পাওয়া যায় যা দর্শকের আগ্রহকে আরো বাড়িয়ে দেয়। সিরিজের সংলাপ লিখেছেন কাওসার মুনির। পুরো সিরিজটির ভিত্তি অ্যালেক্স রাদারফোর্ডের লেখা ‘এম্পায়ার অব দ্য মুগল’ উপন্যাস।

গত জুলাই মাসে এই ওয়েব সিরিজের টিজার বের হয়েছিল। তখন থেকেই সিরিজটি নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মোট ৮টি পর্বে বিভক্ত এই সিরিজ। সংবাদমাধ্যম এটিকে মহাকাব্যিক সিরিজ হিসেবে আখ্যা দিচ্ছে। ডিজনি প্লাস হটস্টার-এর এই অরিজিনাল সিরিজকে অনেকে ‘গেম অব থ্রোন্স’-এর সঙ্গেও তুলনা করছেন। ট্রেলার দেখে অনুমান করাই যায়—মানের দিক থেকে ‘দ্য এম্পায়ার’ কারো চেয়ে কম নয়।

অভিনেত্রী শাবানা আজমি জানিয়েছেন, তার চরিত্রটি দুঃসাহসিক ও আত্মনির্ভর। সে জানে সে কি করছে। তিনি আরো জানিয়েছেন, তিনি চরিত্রটি করতে গিয়ে যতটা আনন্দ পেয়েছেন—দশর্কেরাও দেখে ততটা আনন্দই পাবে। কুনাল বলছেন, এই ট্রেইলারে পুরো বিষয়টির একঝলক আছে মাত্র। সম্রাট বাবরের ইতিহাস এবং তার চরিত্রের নানা জটিলতা এই সিরিজে ফুটে উঠবে বলেও তিনি জানিয়েছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন