এবার আটক চয়নিকা চৌধুরী

পরীমনির সঙ্গে চয়নিকা। ছবি : সংগৃহীত

আজ শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে চলচ্চিত্র ও টিভি নাটক নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মাদক–মামলায় গ্রেফতার পরীমণির সঙ্গে এক নারীর সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই চয়নিকাকে আটক করা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা মাহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ।

চয়নিকাকে ‘মা’ বলে সম্বোধন করতেন চিত্রনায়িকা পরীমনি। ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধারের কথাও সাংবাদিকদের জানানো হয়। এই ইস্যুতে চয়নিকাকে পরীমনির পাশে দেখা যায়নি।

কিন্তু ১৩ জুন যখন পরীমনি একজন শিল্পপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এবং পরে মামলা করেছিলেন—তখন তার পাশে ছিলেন চয়নিকা। এবার তিনি বলছেন, পরীমনির সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। চয়নিকা চৌধুরী নির্মিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি।

অভিনেত্রী তমালিকা কর্মকার চয়নিকার ছোটবোন। চয়নিকার স্বামী নাট্যনির্মাতা অরুণ চৌধুরী ছিলেন পাক্ষিক ‘আনন্দধারা’র ভারপ্রাপ্ত সম্পাদক। অরুণের বিরুদ্ধে ২০১১ সালে নাটকে নেয়ার শর্তে এক নারীকে নিজ অফিস কক্ষে যৌনশোষণ করার অভিযোগ উঠেছিল। তখন যৌনশোষণের একটি ভিডিও ফাঁস হয়।

পরীমনি ও চয়নিকাকে আটকের আগে গত ২৯ জুলাই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে এবং ২ আগস্ট মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তারকে আটক করা হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন