আসছে বিশাল বাজেটের ১০ সিনেমা

আগামী দিনগুলোতে ভারতে এমন কিছু সিনেমা আসবে যেগুলো কারিগরি ও বাজেটের দিক থেকে আন্তর্জাতিক মানের। আগের অনেক রেকর্ডই ভেঙে ফেলবে কোনো কোনো নতুন সিনেমা। নিউজ এইটিন অবলম্বনে এমন ১০টি সিনেমার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো

প্রজেক্ট কে
এই সিনেমায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন, প্রভাস প্রমুখ। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমা হবে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার একটি। শুধু জানা গেছে, এটি একটি বিজ্ঞান কল্পকাহিনী।

আরআরআর
এসএস রাজামৌলির সিনেমা মানেই বিশাল বাজেট। বাহুবলী সিরিজ তো তারই করা। এবার তিনি আনছেন ‘আরআরআর’। সিনেমাটি সম্পর্কে খুব বেশিকিছু জানা যায়নি, তবে একাধিক ভাষায় এটি তৈরি হবে।

ফাইটার
বলা হচ্ছে এটিই হবে ভারতের প্রথম ‘এরিয়েল অ্যাকশন’ সিনেমা। অভিনয় করবেন দীপিকা পাদুকোন ও হৃতিক রোশান। এই সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

পাঠান
সিদ্ধার্থ আনন্দের আরো একটি বড় বাজেটের সিনেমা। এটিকে শাহরুখ খানের ‘কামব্যাক’ সিনেমা বলা হচ্ছে। প্রযোজনায় থাকছে ‘যশরাজ ফিল্মস’। এই সিনেমায় আরো অভিনয় করবেন দীপিকা ও জন আব্রাহাম।

ইন্ডিয়ান ২
শঙ্কর মানেই ধামাকা। এবার শঙ্কর আনছেন ‘ইন্ডিয়ান ২’ সিনেমা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কমল হাসান। ফলে বুঝাই যাচ্ছে—অভাবনীয় কিছু আসবে।

রামায়ণ
রামায়ণ বহুবার চলচ্চিত্র ও টেলিভিশনে এসেছে। তবে এবার আসবে বড় বাজেটের সিনেমা হয়ে। মধু মান্তেনা সিনেমাটি পরিচালন করবেন। জানা গেছে, মূলত রামায়ণ ট্রিলজি হবে—যার বাজেট প্রায় ৬০০ কোটি রুপি।

আদিপুরুষ
সিনেমাটি আনছেন পরিচালক ওম রাউত। ২০২০ সালে অজয় দেবগন অভিনীত ‘তানহাজি’ সিনেমা তৈরি করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। ‘আদিপুরুষ’ হবে রামায়ণেরই নব রূপ। অভিনয় করবেন প্রভাস, সাইফ আলী খান প্রমুখ।

পুন্নিইন সেলভান
অনেকদিন পর মনি রত্নম। নিশ্চিত হওয়া না গেলেও খবর পাওয়া গেছে, তার নতুন সিনেমা পুন্নিইন সেলভান-এ দেখা যাবে এক ঝাঁক পরিচিত ও বিখ্যাত মুখ।

রাধেশ্যাম
এই সিনেমায় অভিনয় করবেন পূজা হেগডে ও প্রভাস। অনেকদিন থেকে শুটিং চলছে। করোনার কারণে ছবি শেষ করতে মোট তিন বছর সময় লাগবে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই সিনেমায় নাকি পানির মতো টাকা খরচ করা হচ্ছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন