অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নেটফ্লিক্স-এর  অ্যান্থোলজি সিনেমা ‘গোস্ট স্টোরিস’ ভালোই সাড়া জাগিয়েছিল। করণ জোহর, অনুরাগ কশ্যপ, জোয়া আখতার ও দিবাকর ব্যানার্জি—এই চার পরিচালকের চার স্বল্পদৈর্ঘ্য ভৌতিক সিনেমা নিয়েই ‘গোস্ট স্টোরিস’। ২০২০ সালের ১ জানুয়ারি নেটফ্লিক্স-এ মুক্তি পায় এই সিনেমা। কিন্তু ২০২১ সালে এই সিনেমার সূত্র ধরেই পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অভিযোগ রুজু করা হলো।

এবছরের শুরুর দিকে ভারত সরকার তথ্য প্রযুক্তি নীতিমালা প্রণয়ন করে। সেই নীতিমালার আলোকেই অনুরাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মিড ডে পত্রিকা বলছে, অনুরাগ পরিচালিত অংশের একটি দৃশ্যে এক নারীকে ভ্রুণ খেতে দেখা যায়। এই দৃশ্যকে আপত্তিকর ও অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে। কে বা কারা অভিযোগ করেছে তা জানা যায়নি। অভিযোগ পেয়ে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, যেহেতু এটি একটি যৌথ প্রযোজনা—তাই সবাই মিলে বসে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নেটফ্লিক্সকে এর আগেও ‘সেকরেড গেমস’ এবং ‘এ সুইটেবল বয়’ সিরিজের জন্যও নানা অভিযোগে অভিযুক্ত হতে হয়েছে। ওদিকে অ্যামাজন প্রাইম ভিডিও অভিযুক্ত হয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘তাণ্ডব’ সিরিজের জন্য।

‘গোস্ট স্টোরিস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালা, ম্রুনাল ঠাকুর, অবিনাশ তিওয়ারী, জাহ্নবী কাপুর, সুরেখা সিকরি, রঘুবীর যাদব, গুলশান দেবায়, বিজয় বর্মা, পাভেল গুলাটি প্রমুখ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন