বিনোদন জগৎটা আমূল বদলে দিচ্ছে ওটিটি বা ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। শুধুই কি বিনোদনের চেহারা? পাল্টে দিচ্ছে ব্যবসার ধরণও। ডিজিটাল প্রযুক্তির দুনিয়ায় যারা সেরা তারা যেমন এই ব্যবসা নিয়ে বসছে—এ ব্যবসায় তারাও পুঁজি বিনিয়োগ করছে, যাদের টেলিভিশন চ্যানেল ব্যবসা আগে থেকেই ছিল। নেটফ্লিক্স-এর মতো প্রতিষ্ঠান কমই যারা ওটিটি সেবা দিতেই বাজারে এসেছে। অনেকের দেখাদেখি এবার এপথে পা বাড়ালো বিশ্বের অন্যতম প্রধান সংবাদ নেটওয়ার্ক সিএনএন। তারা আনছে নতুন ভিডিও স্ট্রিমিং সার্ভিস—সিএনএন প্লাস। অনেক আগে থেকেই কাজ চলছিল, তবে আনুষ্ঠানিকভাবে জানানো হলো আজ ১৯ জুলাই।
১৯ জুলাই সিএনএন এক বিবৃতিতে জানিয়েছে, টেড টার্নার ১৯৮০ সালে সিএনএন প্রতিষ্ঠার পর এটিই (সিএনএন প্লাস) সবচেয়ে বড় পদক্ষেপ। সিএনএন ওয়ার্ল্ডওয়াইড-এর প্রেসিডেন্ট জেফ জাকার বিবৃতিতে বলেছেন, সিএনএন প্লাস ভিডিও নিউজের দুনিয়ায় বিবর্তন এবং এর মাধ্যমে সিএনএন কোম্পানির নতুন এক যাত্রা শুরু হলো। আরো জানানো হয়েছে, ২০২২ সাল থেকে সিএনএন প্লাস মানুষের ঘরে ঘরে চলে যাবে এবং ক্যাবল অপারেটরের মধ্যস্থতা ছাড়াই গ্রাহক সরাসরি সিএনএন-এর সঙ্গে যুক্ত হতে পারবেন।
সিএনএন-এর প্রতিবেদন বলছে, সিএনএন প্লাস আসবে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের কোনো এক সময়ে। আরো বলছে, এই প্লাটফর্মের জন্য সিএনএন আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে ৪৫০ জনকে নিয়োগ দেবে। সিএনএন-এর প্রধান ডিজিটাল কর্মকর্তা এন্ড্রু মোর্স জানিয়েছেন, সিএনএন প্লাস দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা লাইভ কন্টেন্ট সম্প্রচার করবে। তবে এই প্লাটফর্মে শুধু থাকবে নানা স্বাদের নন-ফিকশন প্রোগ্রাম। আর বর্তমান সিএনএন টিভির কন্টেন্টগুলো তো থাকছেই। এটি কোনো ‘নিউজ হেডলাইন সেবা’ও হচ্ছে না তা নিশ্চিত করেছেন প্রধান ডিজিটাল কর্মকর্তা।
সিএনএন প্লাস-এ থাকবে অরিজিনাল সিরিজ, নতুন কিছু অনুষ্ঠান এবং সিএনএন নেটওয়ার্কের আর্কাইভ। মোর্স এই প্লাটফর্মকে বলেছেন, ‘ইন্টারেক্টিভ কমিউনিট’। এর প্যাকেজগুলো মূল্য এখনো ঘোষণা করা হয়নি। প্রথমে যুক্তরাষ্ট্রে চালু করা হবে, পরে ধীরে ধীরে অন্যান্য দেশেও এই সেবা পৌঁছে দেয়া হবে। প্রযোজকেরা ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বেশকিছু অনুষ্ঠান হবে জলবায়ু পরিবর্তন, মহাকাশ, বিজ্ঞান ও নৃতত্ত্ববিষয়ক।
বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার কর্মী নিয়ে ক্যাবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএন এখন বিশ্বের সবচেয়ে বড় ‘নিউজ অপারেশন’। সিএনএন ওয়ার্নারমিডিয়া নিউজ এন্ড স্পোর্টস-এর একটি বিভাগ। সিএনএনই প্রথম টিভি চ্যানেল যা ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশন করা শুরু করে। ১৯৯৫ সালে এই মার্কিন প্রতিষ্ঠান অনলাইন নিউজের দুনিয়ায় পা রাখে।