বলিউডের প্রবীণ অভিনয়শিল্পী সুরেখা সিক্রি আজ ১৬ জুলাই সকালে না ফেরার দেশে চলে গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর জীবনাবসান হয়। ২০২০ সালে দ্বিতীয়বার ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। শেষবার তিনি আলোচনায় আসেন ২০১৮ সালে আলোড়ন সৃষ্টি করা সিনেমা ‘বাধাই হো’র মাধ্যমে। আর তাকে শেষবার দেখা গেছে জোয়া আখতার পরিচালিত ‘গোস্ট সিরিজ’-এ।
তার আকস্মিক চলে যাওয়াতে বলিউড তারকারা শোকাহত। মৃত্যুর সংবাদ পেয়েই টুইটারে শোক প্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী, পূজা ভাট, দিব্যেন্দু ও দিব্য দত্ত প্রমুখ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সুরেখার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
সুরেখার জন্ম ভারতের উত্তর প্রদেশে। ১৯৭১ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্রাজুয়েশন শেষ করেন। ১৯৭৮ সালে ‘কিস্সা কুরসি কা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। তিনি তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করছেন। সে সিনেমাগুলো হলো, ‘তমস’, ‘মাম্মো’ ও ‘বাধাই হো’। সংগীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন এই গুণী অভিনেত্রী। ‘বালিকা বধূ’র মতো তুমুল জনপ্রিয় টিভি সিরিয়ালেও দাপটের সঙ্গে কাজ করেছেন। তিনি হেমন্ত রেজেকে বিয়ে করেন। তাদের এক ছেল, রাহুল সিক্রি।