বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি নূরুল হুদা

কবি মুহম্মদ নূরুল হুদা। ছবি : সংগৃহীত

দেশের বিশিষ্ট কবি মুহম্মদ নূরুল হুদাকে বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ ১২ জুলাই সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। আগামী তিন বছরের জন্য নূরুল হুদা এই পদে বহাল থাকবেন বলেও জানানো হয়েছে।

২০১৮ সালে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরেক বিশিষ্ট কবি হাবীবুল্লাহ সিরাজী। তিনি গত ২৪ মে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে মহাপরিচালকের পদটি শূন্য হয়।

কবি হুদার জন্ম ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর, কক্সবাজার জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি বাংলা একাডেমির পরিচালক এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ষাটের দশকের অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত। ১৯৮৮ সালে কবিতার জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক অর্জন করেন। ‘আমরা তামাটে জাতি’, ‘স্বাধীন জাতির স্বাধীন পিতা’, ‘আমিও রোহিঙ্গা শিশু’, ‘হাজার নদীর দেশ’, ‘হুদা-কথা’, ‘জন্মজাতি’ ইত্যাদি তার সাহিত্যকর্ম।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন