বলিউডের বর্তমানে দাপুটে অভিনেতাদের মধ্যে একজন মনোজ বাজপেয়ী। সিনেমার পাশাপাশি এই তারকা ওয়েব সিরিজেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে বাজপেয়ীর অভিনীত ‘ফ্যামিলি ম্যান-টু’। সিরিজটি মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।
মনোজ বাজপেয়ীর ক্যারিয়ারের অন্যতম সফল কাজ এই সিরিজ। মনোজ ছাড়াও এতে অভিনয়ে আছেন দক্ষিণী তারকা সামন্থা আক্কেনেনি। এই সিরিজে অভিনয়ের জন্য মনোজ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১০ কোটি টাকা এবং সামান্থা নিয়েছেন ৪ কোটি টাকা।
একই সিরিজের দ্বিতীয় পর্বের এই বিরাট সাফল্যের পর সপ্তাহ না যেতেই নতুন সিজনের ঘোষণা দিয়েছেন বলিউড এই তারকা। শুধু তাই নয় নতুন সিরিজের পারিশ্রমিক বাড়িয়ে ১০ কোটি রুপি থেকে এক লাফে ২২ কোটি রুপিতে এসে ঠেকেছে।
বলিউড হাঙ্গামাকে এই সিরিজ সংশ্লিষ্টরা বলেন, ‘তিনি সিরিজটির প্রধান অভিনেতা, যার পারফরম্যান্স দর্শক খুব পছন্দ করেছেন। তবে পারিশ্রমিক নিয়ে নির্মাতা ও তার মধ্যে আলোচনা এখনও চলছে।’
অভিনেতা মনোজ বাজপেয়ী এখন ওটিটি হিরো। এবার নেটফ্লিক্সে হাজির হচ্ছেন তার নতুন সিনেমা ‘রয়’ নিয়ে।
‘রয়’ সিনেমাটি সত্যজিৎ রায়ের থ্রিলার ঘরানার গল্প অবলম্বনে তৈরি হয়েছে। মনোজ’র সঙ্গে অভিনয়ে দেখা যাবে শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, কে কে মেনন, আলি ফজল, দিবেন্দু ভট্টাচার্য্য, হর্ষবর্ধন কাপুর সহ অনেককেই। এটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে। প্রথম সিজন মুক্তি পাবে ১৫ জুন।