বাঁচানো গেল না দেশের জনপ্রিয় প্রচ্ছদ ডিজাইনার ও সংগীতশিল্পী বোরহান আহমেদ বৃহানকে ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন এই শিল্পী। ১৩ জুন সকালে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।
গত বছর মার্চের দিকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন। পরপর দুবার অস্ত্রোপাচারও করেছিলেন তিনি। এতো প্রচেষ্টার পরেও তবুও শেষ রক্ষা হলো না তার। সকলকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন বোরহান। বাদ জোহরের পর নিজ বাড়িতে জানাযার কাজ সম্পন্ন করে খুলনায় দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
বৃহানের ছোট বোন নীলা আহমেদ জানান, আজ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, সকালে খাওয়ানোর জন্য তাকে ডাকতে গিয়ে দেখি তিনি জোড়ে শ্বাস নিচ্ছেন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার জানান তিনি বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বৃহান অ্যালবামের প্রচ্ছদশিল্পী হিসেবে বেশ পরিচিত তবে ছোট বেলা থেকেই তিনি গায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ২০১০ সালের ভালোবাসা দিবসের ফাহিম মিউজিক ব্যানারে বাজারে আসে তার প্রথম একক ‘ফেসবুক প্রেম’। এর পরের বছর ২০১১ সালে ভালোবাসা দিবসে সংগীতা থেকে প্রকাশিত হয় দ্বিতীয় একক গান ‘ডু ইউ লাভ অর হেট’।
কণ্ঠশিল্পী বৃহানের সর্বশেষ একক ‘অ্যাবসোলিউট ভাবনা’। এছাড়াও বৃহানের মিক্সড কিছু অ্যালবামেও গান করেছেন। এরপর ২০১৭ সালে সর্বশেষ কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার ‘মেঘ থর থর’ গানটিতে কণ্ঠে দিয়ে বেশ প্রশংসা পান। বোরহান আহমেদ বৃহান দেশের বহু শিল্পীদের অ্যালবামের প্রচ্ছদ করেছেন। আর কখনোই শোনা যাবে না তার কন্ঠ এবং দেখা যাবে না তার করা প্রচ্ছদ। তবে তার কাজগুলো প্রতিনিয়ত তাকে স্মরণ করিয়ে দেবে।