২০ লাখ রুপি দিলেন হৃত্বিক রোশন

সিনে এবং টেলি অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ালেন অভিনেতা হৃত্বিক রোশন। ২০ লাখ রুপি অনুদান দিলেন তিনি। সদস্যদের সহায়তা করতে রেশন ও টিকা সরবরাহ হবে এই টাকায়।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সিআইএনটিএএ (CINTAA)-এর সাধারণ সম্পাদক অমিত ভেল এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতবার লকডাউনেও হৃত্বিক রোশন তাদের পাশে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। সেবার ২৫ লক্ষ রুপি ডোনেশন দিয়েছিলেন তিনি। এবার তিনি যে অর্থ দিচ্ছেন তা সমিতির পাঁচ হাজার সদস্যকে টিকা দেয়ার জন্য এবং দরিদ্র সদস্যদের রেশন দিয়ে সহায়তা করতে ব্যবহৃত হবে।’

তিনি আরও জানিয়েছেন, এর আগে CINTAA-কে আড়াই লক্ষ রুপি টাকা দিয়ে সাহায্য করেছেন অভিনেতা ভিকি কৌশল। ফ্লোরা সাইনা দিয়েছেন ২৫ হাজার রুপি। তবে সম্পাদকের কথায়, হৃত্বিকের বড় অনুদান তাদের অনেক সহায়তা করবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন