রোজার বদলে উপোস করতে বলতেন ইরফান!

২৯ এপ্রিল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালে আজকের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেছিলেন তিনি। অভিনেতা ইরফান দুই বছর নিউরোএন্ডোক্রাউন টিউমার নিয়ে ভুগেছিলেন। হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইরফানের স্ত্রী সুতপা জানিয়েছেন, রোজাতে ইরফান উপোস করেছিলেন। তখন ইরফান তাকে শিখিয়েছিলেন যে একজনকে মুসলমান হতে, রোজা রাখা বা আল্লাহর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই।

সুতপা আরও জানান, ইরফান দুই বছর ধরে চেষ্টা করেছিলেন রোজা রাখতে কিন্তু পারেননি। এরপর আবার সিদ্ধান্ত নেন সপ্তাহে এক দিন রোজা রাখার চেষ্টা করবেন। তারপর তিনি চিন্তা ভাবনা করে জানান, সোমবার উপোস করবেন। কারণ, সোমবার শিবের বার। সুতপার কথা মতে ইরফান নিজের ধর্ম নিজেই তৈরি করতেন এবং তিনি আধাত্মিকতায় বিশ্বাসী। সুতপার মতে, ইরফান তাকে রোজার বদলে উপোস করতে বলতেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন