বইমেলায় শোয়েব সাঈদের দুটি বই

অমর একুশে বইমেলায় বিদ্যাপ্রকাশ থেকে এসেছে ড. শোয়েব সাঈদের নতুন বই ‘প্রাচ্য-প্রতীচ্যের পথে প্রান্তরে’। প্রায় ২০০ পৃষ্ঠার এই বইয়ে মূলত নিজের ভ্রমণ বৃত্তান্ত তুলে ধরেছেন লেখক। জাপান থেকে কানাডায় অভিবাসনের অভিজ্ঞতা, যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন স্মৃতি, দুই কোরিয়া সীমান্তে মানবতার আকুতির কথা, মায়া সভ্যতা ইতিহাস, ইতালিতে বাঙালিদের কথা, রাউন্ড দ্য ওয়ার্ল্ড ভ্রমণে চীনের প্রাচীর পরিদর্শনের বিচিত্র সব অভিজ্ঞতা, সুইজারল্যান্ড এবং নৈসর্গিক কানাডার রকি পর্বতমালার বর্ণনাসহ নানা বিষয় উঠে এসেছে এই বইটিতে।

লেখকের আরো একটি বই ‘প্রাচ্য-প্রতীচীর কোভিডকাল’। এটি প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। করোনাকালের বৈশ্বিক সালাতামামী নিয়ে বইটি লেখা হয়েছে। ৫০টি প্রবন্ধের দুই শতাধিক পৃষ্ঠার বইটিতে আছে করোনা সংশ্লিষ্ট বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত। লেখকের দাবি, জাতীয়-আন্তর্জাতিক ব্যবস্থাপনা এবং মানবিক সংবেদনশীলতার একটি প্রামাণ্য দলিল—কালের সাক্ষী এই বই। বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ সাধারণ পাঠকের জন্য কঠিন। বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বুঝা সহজ নয়। সে বিষয়গুলো প্রাঞ্জল বাংলায় বইটিতে তুলে ধরা হয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন