টিভি ও সিনেমার প্রখ্যাত অভিনেত্রী ডলি জহুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বাংলাদেশ অভিনয় সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন: ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
রওনক আরো বলেছেন, ডলি জহুরের সঙ্গে দেখা করার বিষয়ে চিকিৎসকদের নিষেধাজ্ঞা আছে। তাই অযথা হাসপাতালে ভিড় যাবে না। তিনি সবাইকে, ডলি জহুরের জন্য দোয়া করতে বলেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় সংবাদ জানিয়েছে, প্রায় দুই বছর পর, গত জানুয়ারিতে দেশে ফিরেছেন ডলি জহুর। বিশ্বব্যাপী করোনার প্রকোপ শুরু হওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়া প্রবাসী ছেলের কাছে চলে গিয়েছিলেন। ডলির একমাত্র ছেলে রিয়াসাত। সেখানে পুত্র-পুত্রবধূ এবং নাতি-নাতনির সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।