অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীমনি বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী।
২০১২ সালের ৪ এপ্রিল যশোরের কেশবপুরের ফেরদৌস কবির সৌরভ নামে এক জনের সঙ্গে পরীমনির বিয়ে হয়। সে বিয়ে না ভেঙেই পরীমনি শরীফুল রাজকে বিয়ে করেছেন বলে অভিযোগ তুলে কুমিল্লা জজ আদালতের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী গতকাল (১৫ ফেব্রুয়ারি) রাজ ও পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন।
আগামী সাতদিনের মধ্যে এই নোটিশের জবাব না পেলে পরীমনি ও তার নতুন স্বামী রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। এমনটাই খবর করেছে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ।
অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী স্বপ্রণোদিত হয়ে এই নোটিশ পাঠিয়য়েছেন। নোটিশে বলা হয়েছে, ২০১২ সালের ২৮শে এপ্রিল যশোরের কেশবপুর এলাকার ফেরদৌস কবীর সৌরভকে বিয়ে করেছিলেন পরীমনি। এক লাখ টাকা কাবিনে বিয়েটি নিবন্ধিত হয় কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে। সৌরভকে তালাক না দিয়েই পরীমনি শরিফুল রাজকে বিয়ে করেছেন।
এই আইনজীবীর মতে, পরী যদি সৌরভকে ডিভোর্স না দিয়ে রাজকে বিয়ে করেন তাহলে তিনি প্রচলিত আইন লঙ্ঘন করেছেন এবং শরিয়াহ আইনের সঙ্গেও বিষয়টি সাংঘর্ষিক।