ভালোবাসা দিবসে ‘সিলেটি বাংলা’ গান

আমার চেহারা কালা/ তোমার লাগে না তো বালা…
আমি কিতা করতাম গো চাই/ আমারে আল্লায় বানাইছে অলা
ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রমিত বাংলা ভাষার সঙ্গে সিলেটের আঞ্চলিক ভাষার মিশেলে ব্যতিক্রমধর্মী এক গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী আশরাফুল পাভেল।
‘আমার চেহেরা কালা’ শিরোনামের এই গানেরর মিউজিক ভিডিওর চিত্রধারণ করা হয়েছে কানাডার নজরকাড়া সব স্থানে। গত ১২ ফেব্রুয়ারি আশরাফুল পাভেলের ইউটিউব চ্যানেলে ২ মিনিট ৪৬ সেকেন্ডের মিউজিক ভিডিওটি আপলোড করা হয়। গানের কথা লিখেছেন পল্লব ‘ভাই’ । সুর ও সঙ্গীতায়োজন করেছেন আশরাফুল পাভেল নিজেই।

ভারতীয় নির্মাতা ও মডেল শাইল শর্মা মিউজিক ভিডিওটি পরিচালন করেছেন। সিনেমাটোগ্রাফি করেছেন অরুণ। ভিডিওতে পল্লব ভাই ও আশরাফুল পাভেলের সঙ্গে অভিনয় করেছেন সাঈদ, নাভ ও ড্রেক।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন