সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর গত রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এককভাবে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন এই কিংবদন্তি শিল্পী। এবার প্রয়াত লতা মঙ্গেশকরের বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন বলিউডের প্রথম সারির জনপ্রিয় তিনজন পরিচালক। লতা মঙ্গেশকরের জীবনযুদ্ধের গল্প বড়পর্দায় তুলে ধরতে চান তারা।
লতার বায়োপিক নিয়ে পরিকল্পনা শুরু করেছেন সঞ্জয় লীলা বনসালি, রাকেশ ওম প্রকাশ মেহেরা এবং আনন্দ এল রাই । এই খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম জি নিউজ। তবে এই দৌড়ে এগিয়ে আছেন সঞ্জয় লীলা বনসালি। তিনি লতার বায়োপিক নিয়ে প্রায় দশ বছর ধরে কাজ করছেন।
এখন সবকিছুই নির্ভর করছে মঙ্গেশকর পরিবারের ইচ্ছের ওপর। তবে জানা গেছে পরিবারের সদস্যরা লতার বায়োপিক নিয়ে উৎসাহী। তারা চান খুব ভালোভাবে তৈরি হোক এই বায়োপিক।
এখন দেখার বিষয়, শেষতক কার চিত্রনাট্য মনে ধরে মঙ্গেশকর পরিবারের। বড়পর্দায় লতা মঙ্গেশকরের বায়োপিক এখন শুধু সময়ের অপেক্ষা।