তার কণ্ঠই তার পরিচয়, লতার শেষকৃত্য অনুষ্ঠিত

লতা মঙ্গেশকর

৯২ বছরের বর্ণাঢ্য জীবন পেরিয়ে না ফেরার দেশে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তার শেষকৃত্যের সময় বাজানো হলো তারই গাওয়া গান ‘‘মুঝে ভুলা না পাও গে’’।

রোববার বিকেলে (৬ ফেব্রুয়ারি) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সম্পন্ন হয়েছে লতা মঙ্গেশকরের শেষকৃত্য। মুম্বাইয়ের শিবাজি পার্কে সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. বোন আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকর, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুরসহ বিনোদন ও রাজনৈতিক জগতের ব্যক্তিবর্গ। কিংবদন্তির শেষযাত্রায় অংশ নেয় ২ হাজার ৭০০ পুলিশ, ২০ জন ডিসিপিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, এবিপি নিউজসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের সূত্র এসব তথ্য জানা গেছে।

রোববার সকাল ৮টা ১২ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের প্রয়াণে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদুদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। লতার প্রয়াণে সোমবার ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার, অর্ধ দিবস ছুটি থাকবে পশ্চিমবঙ্গে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন