ধোনির দৈত্যের সঙ্গে লড়াই!

স্টেডিয়ামের ২২ গজকে বিদায় জানিয়ে এবার যেন বিনোদন জগতে ফোকাস করছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্যাপ্টেন কুল ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে এবার তার আবির্ভাব সিনেমার পর্দায়। হিন্দু পৌরাণিক চরিত্র ‘অথর্ব’-র ভূমিকায় বিনোদন জগতে পা রাখবেন মাহি।

বুধবার (২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে ধোনি একটি প্রোমো ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমার নতুন রূপ তুলে ধরতে পেরে আমি খুশি। নতুন যুগের গ্রাফিক উপন্যাস ‘অথর্ব’র ফার্স্ট লুক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক যোদ্ধার চেহারায় দৈত্যদের সঙ্গে লড়াই করছেন বিশ্বসেরা ক্রিকেট অধিনায়ক। ‘অথর্ব : দ্য অরিজিন’ নামে পৌরাণিক কাহিনী নির্ভর ওয়েব সিরিজ তৈরি করছেন রমেশ তামিলমানি। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ধোনি। প্রযোজনার দায়িত্বে থাকবে ধোনি-পরিবারের ধোনি এন্টারটেইনমেন্ট।

এই ওয়েব সিরিজ তৈরিতে ভূমিকা থাকছে ধোনির স্ত্রী সাক্ষী ধোনিরও। কারণ তিনিই ধোনি এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে ধোনি এন্টারটেইনমেন্ট ডকুমেন্টারি সিরিজ ‘রোর অফ দ্য লায়ন’ তৈরি করেছিল।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন