সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই উদ্বেগে চিকিৎসকেরা, চিন্তার ভাঁজ নিয়ে অপেক্ষায় অগণিত ভক্ত। ঝুঁকি না নিয়ে আপাতত তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে ডা. প্রতীত সম্ধানি জানান, “আপাতত লতা মঙ্গেশকরকে আইসিইউ-তে রাখা হয়েছে। আগামী ১০-১২ দিন তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন।”
গত শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল কিংবদন্তি শিল্পীকে। করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন তিনি। লতার শারীরিক অবস্থা স্থিতিশীল। সুরক্ষার কথা ভেবেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছিল সুরসম্রাজ্ঞীর পরিবার থেকে।
নতুন বছরে ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। সারাবিশ্বে বেড়েই চলেছে সংক্রমণ। বলিউড, বলিউড, ঢালিউড, রাজনৈতিক জগৎ থেকে খেলার দুনিয়া, সর্বত্রই থাবা বসিয়েছে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এমন পরিস্থিতিতে লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্য লাভের আশায় বিভিন্ন দেশের ভক্ত অনুরাগীরা প্রার্থনা করছেন।