আগামীকাল ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’।
ফাহমিদা প্রেমার পরিচালনায় নির্মিত ‘মায়া: দ্য রিভেঞ্জ’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী আসিফ নূর ও সেলিনা আফ্রি। এরই মধ্যে চলচ্চিত্রের মোশন পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে।
গত বছরের শেষে ‘মায়া: দ্য রিভেঞ্জ’–এ কাজ শুরু করেন আসিফ। তিনি বলেন, “স্বপ্ন আমাকে নিয়ে এসেছে চলচ্চিত্র জগতে। অভিনয়কে ভালোবেসে এ অঙ্গনে এসেছি। সব সময় এমন ছবিতে কাজ করতে চাই, যেখানে একটি সুন্দর গল্প থাকবে। মায়া: দ্য রিভেঞ্জ সে রকম একটি পছন্দের গল্প। এ ওয়েব ফিল্মে আমাকে একেবারেই ভিন্নরূপে উপস্থাপন করা হয়েছে। ছবির গল্পে থাকছে চমক।“
এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসিফ। এই বছরের ফেব্রুয়ারিতে শাহীন সুমনের পরিচালনায় আসিফ অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।
দর্শকের কথা মাথায় রেখে ‘মায়া: দ্য রিভেঞ্জ’ ওয়েব ফিল্মটি ইউটিউবে মুক্তি দিচ্ছে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ক্রিয়েশনস। আগামীকাল থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চলচ্চিত্রটি দেখা যাবে।