করোনা মহামারিতে ওটিটি প্লাটফর্ম ও হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহে ১৩ মে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত সিনেমা ‘রাধে, ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’। ওটিটি প্লাটফর্মে সিনেমাটি মুক্তি পেলেও তা ফাঁস হয়ে যায় একাধিক ওয়েবসাইটে। যদিও ভাইজান ইনস্টাগ্রামে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, যারা পাইরেসি করবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। তারপরও সিনেমাটির নকল কপি নিয়ে কয়েকটি ওয়েবসাইটে চলছে রমরমা ব্যবসা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুম্বাইয়ের সেন্ট্রাল সাইবার পুলিশ স্টেশনে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জি-ফাইভ অ্যাপ থেকে সিনেমাটি বেআইনিভাবে ডাউনলোড এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৫০ টাকায় নকল প্রিন্ট বিক্রির অভিযোগ করা হয়েছে এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে। এফআইআর অনুযায়ী তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
জি-মিডিয়ার দায়ের করা মামলার শুনানি হয় ২৪ মে। দিল্লির হাইকোর্ট হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ‘রাধে’ নিয়ে যারা জালিয়াতি করেছে তাদের সবার অ্যাকাউন্ট বাতিল করার।
জি-ফাইভ কর্তৃপক্ষকে দোষীদের তথ্য দিয়ে সাহায্য করতেও টেলিকম অপারেটরদেরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।