৩ মিলিয়ন ক্লাবে ‘যাইমু লং ড্রাইবো’

বাংলাদেশের গানে মডেল হয়েছেন আলজেরিয়ান মডেল মৌনা। গানটির নাম ‘যাইমু লং ড্রাইবো’। গত বছরের ৩ অক্টোবর গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। ইতিমধ্যে এর মিউজিক ভিডিও সংগীতপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। তিন মিলিয়ন দর্শক মিউজিক ভিডিওটি দেখেছেন।

গানটির কথা ও সুর করেছেন যথাক্রমে মন্ট্রিয়ল প্রবাসী আশরাফুল পাভেল ও সাবজ।

কানাডার মনোরম সব লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন ওবাই সাম্মির। ভিডিওতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী আশরাফুল পাভেল নিজেই। তার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন আলজেরিয়ান মডেল মৌনা।

গানটির শিল্পী বিষয়ে আশরাফুল পাভেল বলেন, গতানুগতিক বাংলা গানগুলো থেকে একটু আলাদা আমার এ গান। গানের কথা, সুর এবং সংগীতায়োজনে ভিন্নতা রয়েছে। সঙ্গে চমক হিসেবে থাকছে আলজেরিয়ান জনপ্রিয় মডেল মৌনা। ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে গানটি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন